
প্রতিনিধি জবি।। ঢাকাস্থ বালিয়াকান্দি স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন ( বিএসএ) ২০২৩-২০২৪ এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময় মৈত্রকে সভপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব রায়হান কে সাধারণ সম্পাদক ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা পরিষদ।
ঢাকায় অধ্যায়নরত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বালিয়াকান্দি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন। সংগঠনটির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ৫ মে শুক্রবার এক সাধারণ সভায় সবার জীবন বৃত্তান্ত যাচাই করা হয়। তারপর তন্ময় ও রাকিবকে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন করে আগামী এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে উপদেষ্টা পরিষদ।
উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে খন্দকার ফয়সাল , ইমতিয়াজ আরাফাত শুভ, রাজু আহমেদ, সুমাইয়া ঐশী, মাহফুজুর রহমান, সৌরভ মন্ডল। এছারা যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শেখ তানভির মনোয়ার, আবসার শেখ সবুজ, ইমন মোল্লা। সাংগঠনিক সম্পাদক হিসেবে নিতু রানি সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে রানা মুন্না, সুমাইয়া সিমু ও আফিয়া ইসলাম রিতু। দপ্তর বিষয়ক সম্পাদক পদে আব্দুল রাজ্জাক। অর্থ বিষয়ক সম্পাদক পদে কামরুজ্জামান আপন। উপ-দপ্তর সম্পাদক পদে তানভীর আহমেদ। প্রচার সম্পাদক পদে আরিফুজ্জামান সান। উপ-প্রচার সম্পাদক পদে হুজাইফা ওবায়দুল্লাহ। সমাজসেবা সম্পাদক পদে সুমন্ত বিশ্বাস। ক্রীয়া সম্পাদক পদে মোহাম্মদ নাসিম ও ওমর ফারুক। ছাত্রকল্যান সম্পাদক পদে মেজবাহ উস সালেহীন, মোঃ জিহাদ হুসাইন ও অন্তরা রায় কে ঘোষনা করা হয়।
সংগঠনটির সদ্য নির্বাচিত সভাপতি তন্ময় মৈত্র বলেন, ” বালিয়াকান্দি স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং বালিয়াকান্দি উপজেলাকে শিক্ষা ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব।”
একই সাথে সাধারণ সম্পাদক রাকিব রায়হান বলেন বালিয়াকান্দি স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের কার্যক্রম সবার মাঝে ছড়িয়ে দিয়ে সংগঠনকে আরো উচ্চতায় নিয়ে যেতে চাই। সর্বদা বালিয়াকান্দি উপজেলার শিক্ষার্থীদের পাশে থাকবে বালিয়াকান্দি স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন।

সাম্প্রতিক বাংলা-ডট
প্রতিনিধি জবি 















