প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৩, ৮:৪৭ পি.এম
মির্জাগঞ্জে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

সাইফুল ইসলাম সুলতান, মির্জাগঞ্জ (পটুয়াখালী)।। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মির্জাগঞ্জের কৃষক নুর জামাল। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অসহায় কৃষকের পাশে দাঁড়ান মির্জাগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা সাগর হাওলাদার।
শনিবার (২৯ এপ্রিল) সাগর এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের ৬০ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এতে উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের কৃষক নুর জামালের মুখে হাসি ফুটেছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ বলেন, জমির ধান কাটা নিয়ে কৃষক নুর জামাল খুবই দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা ছাত্রলীগ নেতা সাগরকে নির্দেশ দিলে তার নিজ খরচে চারজন শ্রমিক এবং ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে নিয়ে তার জমির ধান কেটে দেই। আমরা কৃষকের ৬০ শতক জমির ধান কেটে ক্ষেতেই মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছি। এতে কৃষক খুবই খুশি হয়েছেন। তার চোখে-মুখে আনন্দ ফুটে ওঠেছিল।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে গত বছরের মতো এবারও দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.