
উপজেলা করেসপন্ডেন্ট (শার্শা)।। ভারত থেকে পাচার হয়ে আসা ৭৮ কেজি গাঁজা জব্দ করেছে যশোরের শার্শা থানার পুলিশ সদস্যরা।
শনিবার (২৯ এপ্রিল) খুব ভোরে শালতা সীমান্তের কাতলা কুড়োর মাঠ থেকে গাঁজার চালানটি জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন মাদক পাচারকারীর একটি চক্র ভারত থেকে মাদকের একটি বড় চালান শার্শার শালতা সীমান্ত দিয়ে আনা হবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল ওই সীমান্তবর্তী এলাকায় অবস্থান করেন। এসময় ভারত সীমান্ত পেরিয়ে মাদকের চালান নিয়ে পাচারকারীর একটি চক্র বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তারা পুলিশের অবস্থান বুঝতে পেরে মাঠের মধ্যে ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ওইসব বস্তাগুলোর মধ্যে তল্লাশি করে ৭৮ কেজি গাঁজা জব্দ করে।
জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, শার্শার শালতা সীমান্ত থেকে পুলিশ অভিযান চালিয়ে মাদকের একটি বড় চালান জব্দ করেছে। এব্যাপারে উপজেলার ফুলসর গ্রামের বয়দার রহমানকে পাচারকারী হিসেবে তাকে আসামি করে শার্শা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট