প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৩, ৮:০৭ পি.এম
পীরগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শকে মৃত্যু

জাহাঙ্গীর আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শক লেগে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল (শুক্রবার) রাতে উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
থানা ও স্হানীয় সুত্রে জানা যায়, রাতের আধারে কিসমত সৈয়দপুর গ্রামের চৌধুরী এগ্রো ইন্ডষ্ট্রিজের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুটি থেকে নামানো একটি ট্রান্সফরমার সহ মৃত ঐ ব্যক্তিকে সকালে মাটিতে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ওসি(তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.