
সোহেল রানা বাবু, প্রতিনিধি বাগেরহাট।। বাগেরহাটের চিতলমারীতে গাছের ডাল ভাঙ্গাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর ১১ টার দিকে ধানের বোঝা মাথায় নিয়ে চাচা ইউনুস শেখ (৪২) ভাতিজা হোসাইন শেখ(২৫) দের আমড়া গাছের নিচ দিয়ে যাওয়ার সময় গাছের একটি ডাল ভেঙ্গে পড়ে এ নিয়ে আসামী হোসাইন শেখ এর মা বেবী বেগম এর সঙ্গে হোসাইন এর চাচার কথা কাটাকাটি হয়।বিষয়টি জানতে পেরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাচা গোয়াল ঘরে গরু উঠাতে যাওয়ার সময়ে ভাতিজা হোসাইন বাঁশের লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে।গুরুতর আহত অবস্হায় স্হানীয়রা উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সংবাদ পেয়ে আসামী হোসাইন শেখকে ঘটনাস্হল থেকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাস্হলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা এস এম আশরাফুল আলম।
সাম্প্রতিক বাংলা-ডট
সোহেল রানা বাবু, প্রতিনিধি বাগেরহাট 









