
মিন্টু কান্তি নাথ (রাজস্থলী) ।। রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের ২০২৩ইং সালের কার্যকরী কমিটির প্রথম সভা শুক্রবার(২৮ এপ্রিল)প্রেসক্লাব সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকারের সঞ্চালনায়। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান।এসময় প্রেসক্লাবের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল সদস্যকে ফুল দিয়ে স্বাগত জানান। সভায় আলোচ্য বিষয়ের উপর আলোচনা রাখেন, প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান,সহ সভাপতি চাথোয়াই মং মারমা,সাধারণ সম্পাদক হারাধন কর্মকার,যুগ্ন সম্পাদক কাইয়ুম হোসেন মিরাজ,সদস্য আইয়ুব চৌধুরী উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক বাংলা-ডট
মিন্টু কান্তি নাথ (রাজস্থলী) 









