প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৩, ৯:১০ পি.এম
বালিয়াকান্দিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেদী হাসান, রাজবাড়ী ।। 'বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন' এই প্রতিপাদ্যকে নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র ্যালী বের হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তৃতা করেন, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,
উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, পুলিশ পরিদর্শক তদন্ত প্রান বন্ধু বিশ্বাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে আইনি দুস্থ-অসহায় মানুষ বিনামূল্যে সেবা নিতে পারছে। প্রান্তিক পর্যায়ের মানুষ যেন আইনি সেবা থেকে বঞ্চিত না হয় সে লক্ষে ব্যপক ভাবে প্রচারনা চালাতে হবে এবং সকলকে একত্রে কাজ করতে হবে।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.