
জাহাঙ্গীর আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে নির্মিত স্বপ্ন জগৎ (চৌধুরী পার্ক) নামে একটি বিনোদন পার্কে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে কোপত কোপতিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নের স্বপ্ন জগৎ পার্ক থেকে তাদের আটক করা হয়। এসময় প্রত্যেককে দুই মাস করে কারাভোগের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান।
এলাকাবাসী জানান, পার্কে অসামাজিক কাজসহ অশ্লীলতা ও বেহায়াপনা দিন দিন বেড়ে চলেছে। পার্কের ভেতরে বেশ কিছু ঘর তৈরি করা হয়েছে তাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এসব কাজ বন্ধ না করা হলে ভবিষ্যতে এলাকার নতুন প্রজন্ম তথা যুব সমাজ ধ্বংসের মুখে নিমজ্জিত হবে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে স্বপ্ন জগৎ পার্কে অভিযান চালান পুলিশ সদস্যরা। এ সময় পার্কের ভেতর একটি কক্ষে অনৈতিক কার্যক্রমের সময় তরুণ সোহান ও তরুণীকে আটক করে পুলিশ। এ সময় তাদের সহযোগিতার অভিযোগে আরও তিনজনকে আটক করে সদর উপজেলায় নিয়ে আসা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে পার্কের মালিক গোলাম সারোয়ার চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান জানান, অবৈধ কার্যক্রমে লিপ্ত থাকায় তাদের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে পার্কটিতে এমন ঘটনা এর আগে ঘটলেও জরিমানার মাধ্যমে ছাড় পেয়েছে।
এ ঘটনা পার্কের মালিক গোলাম সারোয়ার চৌধুরী কিছুই জানেন না দাবি করলে তাকে সর্তক করা হয়। সর্তক না হলে পার্কটি পরবর্তীতে বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি।
সাম্প্রতিক বাংলা-ডট