
যশোরের বেনাপোল সীমান্তে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুই চরমপন্থীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সদস্যরা।
আজ বুধবার (২৬ এপ্রিল) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এ তথ্য জানান।
গ্রেপ্তার দু’জন হলেন, ধান্যখোলা দক্ষিণপাড়ার আইয়ুব আলীর ছেলে মহিদুল ইসলাম ও ধান্যখোলা উত্তরপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আতিয়ার রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, জেলার অভয়নগর ও মণিরামপুর উপজেলা এবং খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি শ্রেণি শত্রু খতমের নামে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব ঘটনা তদন্তকালে তাদের অস্ত্র সরবরাহকারীদের তথ্য পাওয়া যায়। এরপর বুধবার ভোরের দিকে পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় মহিদুল ইসলাম ও আতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে মহিদুলের বসতঘর থেকে ৩টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা দিপংকর ভারতে থাকেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার আন্দা গ্রামের বাসিন্দা। তিনি বেনাপোল সীমান্ত দিয়ে অস্ত্রগুলো সরবরাহ করেন। চরমপন্থী সংগঠনের সদস্যরা এ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও মানুষ হত্যা করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট
প্রতিনিধি বেনাপোল 















