প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৩, ৭:২৭ পি.এম
মির্জাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান

সাইফুল ইসলাম সুলতান,মির্জাগঞ্জ (পটুয়াখালী)।। পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব আয়োজিত ইফতার পার্টি সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ইফতার পার্টি পরিণত হয়েছিল বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মিলনমেলায়। এতে অংশ নেন জনপ্রতিনিধিবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল দলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নানা পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত সকলের শতঃস্ফূর্ত অংশগ্রহনে ইফতার পার্টি একটি উৎসবে পরিনত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল,উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বেপারী,উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা,উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ইউনুস আলী।
দোয়া পরিচালনা করেন সুবিদখালী কোর্ট মসজিদের ইমাম ও খতিব মোঃ আফজাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাব মূলধারার গণমাধ্যম কর্মীদের ঠিকানা। প্রতিষ্ঠাকাল থেকেই এ ক্লাবের সদস্যরা সংবাদপত্রের মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও জনমত তুলে ধরে নাগরিকদের প্রত্যাশা পূরন করে যাচ্ছে। মির্জাগঞ্জবাসীর জন্য এটি নি:সন্দেহে একটি মডেল প্রেসক্লাব।
আরও উপস্থিত ছিলেন-উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট মোঃ তোফায়েল হোসেন, দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নিজাম হাওলাদার, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন,দপ্তর সম্পাদক আঃ রহিম সজল, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ জোমাদ্দার, বিশিষ্ট সমাজ সেবক মো. ফোরকান মোল্লা,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ বাদল হাওলাদার প্রমুখ।
প্রেসক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন মঞ্জু,সহ-সভাপতি মোঃ প্রিন্স আলামিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবির আল তারেক,অর্থ সম্পাদক মোঃ রাসেল, দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম সুজন,সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, প্রচার সম্পাদক এস কে মিন্টু, সদস্য আনোয়ার জোমাদ্দার, শাহিন, পল্লব, জহিরুল ইসলাম সুজন।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.