
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।। বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বর্ষকে বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। তপ্ত রৌদ্রের অগ্নি উত্তাপে সমস্ত অশুচিতাকে দূর করে নতুন নির্মল জীবনের সূচনায় যেন আনন্দে মেতে উঠেছে ১৭৫ একরের এই সবুজ প্রাঙ্গণ।
বাহারি পোশাকে সজ্জিত হয়ে, রং-বেরংয়ের নানা পাখি ও বৈশাখী ফ্যাস্টুন, ব্যানার ও মুখোশ পরে নতুন বর্ষকে বরণ করতে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে বটতলা গোল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান। এ ছাড়া, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহ।
এর আগে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীত, নববর্ষের সংগীত ও ঢাক ঢাল পিটিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

শোভাযাত্রা শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চারুকলা বিভাগের সভাপতি ও পহেলা বৈশাখ-১৪৩০ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ. এইচ.এম আক্তারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার প্রমুখ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান, ইংরজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসন আজাদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনায়ার হোসেনসহ বিভিন্ন অফিস প্রধানগণ। এছাড়াও ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমদ জয়সহ চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক বাংলা-ডট