
জাহাঙ্গীর আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও।। সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত হয়েছে। “এসো হে বৈশাখ এসো এসো” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর এই গীতিকাব্য আজ সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের বাঙালীদের মুখে মুখে মুখরিত হয়েছে। প্রকৃতির মাঝে দেখা দিয়েছে নতুন বছরের বিশেষ আগমনী বার্তা। প্রকৃতি যেমন সেজেছে অপরুপ সাজে তেমনি বাঙালিও সেজেছে আজ তার বাহারি সাজে।মেয়েরা সেজেছে সাদা শাড়ি লাল পাইর আর ছেলেরা সেজেছ সাদা পাঞ্জাবিতে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে স্কুল, কলেজ,ক্লাব, সংগঠনগুলো পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ আনন্দ শোভা যাত্রার মাধ্যমে দিবসটিকে বরণ করে। পান্তা ভাত আর ইলিশ ভাজির বিশেষ খাবারের আয়োজন যেন মনে করিয়ে দেয় একদিন বাঙালী ছিলামরে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকারনাইন কবির স্টিভের সভাপতিত্বে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথীর বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,আ’লীগ সভাপতি সইদুল হক,সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী,উপজেলা সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজীত সাহা,ওসি গুলফামুল ইসলাম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,আ’লীগ যুগ্ম সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ মহাদেব বসাক,জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু তাহের,প্রধান শিক্ষক শাহানসাহ ইকবাল,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,যুবদল নেতা খলিল, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক আহাম্মেদ।

এছাড়াও প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী ও মোবারক আলী সাবেক ভিপি কামাল উদ্দীন,মেনন (প্রমুখ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক।
সাম্প্রতিক বাংলা-ডট
জাহাঙ্গীর আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও 









