জাহাঙ্গীর আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য প্রণোদনার আওতায় পাট, উফসি ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। ১৮ মার্চ (শনিবার) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে কৃষক কৃষাণীর মধ্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জনাব শাহরিয়ার আজম মুন্না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লী যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি'র প্রতিনিধি জাতীয় পার্টির উপজেলা আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ন আহবায়ক আবু তাহের ঠিকাদার৷
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সন্জয় দেবনাথ,প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক আহমেদ সরকার,সাবেক সভাপতি কুশমত আলী,সহ-সভাপতি হুমায়ুন কবির, বিভিন্ন উপ-সহকারি কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুই শতাধিক উপকারভোগী কৃষকরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সঞ্জয় দেবনাথ জানান, খরিপ মৌসুমে উফশী ধান বীজ ৬২০০ জন ও পাট বীজ ১২০০ শত কৃষক কে বিনামূল্যে দেওয়া হবে। এসময় তিনি আরো বলেন, ধান বীজ ৫কেজি,
ডিএপি ১০কেজি এমওপি ১০কেজি " এবং পাট বীজ ১কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০কেজি করে প্রণোদনার আওতায় প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায় ক্রমে বিতরণ করা হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।