
জাহাঙ্গীর আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে দৈনিক ‘কলম কথা’ ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পত্রিকাটির ঠাকুরগাঁও ব্যুরো প্রধান আল আমিনের আয়োজনে শুক্রবার (১৭মার্চ) রাত সাড়ে ১০টায় জেলার নরেশ চৌহান সড়কের পাশে গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্ট এর অস্থায়ী কার্যালয় (সময় টিভি) অফিসে কেক কাটা, আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় দৈনিক কলম কথা পত্রিকাটির সাফল্য কামনা করে বক্তারা বলেন, ঘটনা এবং ঘটনার পেছনের সংবাদ তুলে ধরতে জুড়ি নেই কলম কথা পত্রিকাটির। পত্রিকাটির দীপ্ত এই পথচলা অবিচল রেখে, সত্য সুন্দর খবর পরিবেশনের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এগিয়ে যাক, এই প্রত্যাশা কামনা রাখেন বক্তারা।
এ সময় , পত্রিকাটির ঠাকুরগাঁও ব্যুরো প্রধান আল আমিন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বাংলা চ্যানেলের জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, জার্নাল আই ২৪ এর প্রকাশক স্বপন দাস, ঢাকাপ্রকাশের জেলা প্রতিনিধি রেদওয়ানুল হক মিলন, সাপ্তাহিক উদ্যোক্ত জেলা প্রতিনিধি রুবেল ইসলাম, দৈনিক আলোকিত পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক বাংলা-ডট
জাহাঙ্গীর আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও 









