প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৩, ৯:৪৫ পি.এম
গণমঙ্গল বাজার বণিক সমিতির সভাপতি গফুর, সম্পাদক মহির

প্রতিনিধি, ক্ষেতলাল (জয়পুরহাট)
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গণমঙ্গল বাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার গণমঙ্গল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন ব্যালেটে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন নিয়ে দিনভর বাজারে উৎসবের আমেজ বিরাজ করছিল। ভোটকেন্দ্র নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ বাজারের সকল ব্যবসায়ীদের সামনে ব্যালট বাক্স খুলে প্রকাশ্য গণনার মাধ্যমে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আমানুল্লাহ আমান ও বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি পদে আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক পদে মহির উদ্দিন ও কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দীতায় ফরিদুল ইসলাম জয়ী হন। ক্ষেতলাল থানা পুলিশ সার্বক্ষনিক ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে পালন করেন।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.