প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৩, ৯:৫০ পি.এম
দ্বাদশ সংসদ নির্বাচন: আগাম প্রচারণায় মাঠে অবসর চৌধুরী

প্রতিনিধি ক্ষেতলাল (জয়পুরহাট)
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগাম প্রচারণায় মাঠে নেমেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জয়পুরহাট-২ আসন হতে এবার এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর৷
জয়পুরহাট-২ আসন মূলত (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) উপজেলা নিয়ে গঠিত। এই আসনের বর্তমান এমপি হিসেবে দায়িত্বে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ৫ম বারের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তবে এ আসন হতে এবার এমপি পদে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ইতিমধ্যেই মাঠে নেমে প্রচার প্রচারনা চালাচ্ছেন গোলাম মাহফুজ চৌধুরী অবসর। তিনি প্রতিনিয়ত ছুটে চলেছেন এই তিন উপজেলার বিভিন্ন প্রান্তে। স্থানীয় দলীয় নেতাকর্মীদের নিয়ে বাজারে, পাড়ায়, মহল্লায় গণসংযোগ চালাচ্ছেন তিনি। সেইসাথে উপস্থিত বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডও তুলে ধরছেন সাধারণ মানুষের মাঝে।
তারই ধারাবাহিকতায় সোমবার (১৪ মার্চ) বিকেল ৫ টায় ক্ষেতলাল হাসপাতাল মোড়ে এক পথসভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি পদে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী এ ঘোষণা দেন।
তিনি বলেন, এই আসনে ১৯৭৯ সালে তার বাবা নৌকা মার্কার প্রার্থী হয়ে এমপি নির্বাচন করেছিলো। তার মাথায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত বুলিয়ে নাড়া দিয়েছে। তিনি সব জেনে বুজেই মাঠে নেমেছেন। আগামী ডিসেম্বর মাসে দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হলে কালাই ক্ষেতলালের ভাগ্য পাল্টিয়ে দেওয়ার জন্য মাঠে নেমে কাজ করছি। তিনি বলেন এমপি নির্বাচিত হলে এই এলাকার মানুষ রাজপথের সঙ্গে যারা জড়িত তাদের মূল্যায়ন হবে৷
তিনি ইতিপূর্বে ভোটের মাধ্যমে আক্কেলপুর পৌরসভার মেয়ের হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তার হাতে অসহায় মানুষকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। নেত্রী সব জায়গায় খোঁজ নিচ্ছেন, আগামী নভেম্বরে নৌকা নিয়ে ফাইনাল খেলা হবে।
তিনি আরো বলেন, জনগণের সমর্থনে তিনি মাঠে নেমেছেন। বর্তমানে তিনি জোরে সরে প্রচার চালিয়ে যাচ্ছেন। তার বিশ্বাস, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জনসমর্থন এবং দলীয় সিদ্ধান্ত তার পক্ষেই থাকবে। দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে জনগণ তাকেই জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। স্থানীয়রা বলছেন, বিপদে আপদে সব সময় পাশে থাকবেন এমন প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে বেছে নেবেন তারা।
জানা গেছে, গোলাম মাহফুজ চৌধুরী অবসর জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম রসূল চৌধুরীর ছেলে। অবসর পূর্বে রুকিন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলো। আরো ছিলো আক্কেলপুর পৌরসভার মেয়র। আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও তিনি নির্বাচন করেছিলেন কিন্তু অল্প ভোটে পরাজিত হয়। রাজনৈতিক জীবনে ছাত্র রাজনীতি শেষ করে ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন এর মধ্যে দিয়ে বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.