
জাহাঙ্গীর আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাণীংকৈলের খবর অনলাইন নিউজ পোর্টাল এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৫ টায় উপজেলার শান্তা ডেকোরেটর এন্ড কমিউনিটি সেন্টারে পাঠকপ্রিয় অনলাইন পত্রিকাটির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কেক কাটা, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
রাণীশংকৈলের অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদের তত্তাবধানে উক্ত অনুষ্ঠানে সুশীল সমাজের ব্যাক্তির্বগ, পুলিশ প্রশাসন, ডিএসবি, বিভিন্ন রজিনৈতিক দলের ব্যাক্তিগণ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সাবেক সভাপতি কুশমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীশংকৈলের খবর অনলাইন নিউজ পোর্টাল এর উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীশংকৈলের খবর অনলাইন নিউজ পোর্টাল এর উপদেষ্টা ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহব্বায়ক,উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও রাণীশংকৈলের খবর অনলাইন পত্রিকার উপদেষ্টা মোঃ আবু তাহের।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা রাণীশংকৈল খবর অনলাইন নিউজ পোর্টাল এর সাফল্য কামনা করে বলেন, উপজেলায় সময়ের সাহসী পত্রিকা রাণীশংকৈল খবর অনলাইন পত্রিকা। উপজেলার প্রথম অনলাইন পত্রিকা পাঠক মহলে এসেই পাঠক প্রিয়তা লাভ করেছে। ঘটনা এবং ঘটনার পেছনের সংবাদ তুলে ধরতে জুড়ি নেই। পত্রিকাটির দীপ্ত এই পথচলা অবিচল রেখে, সত্য সুন্দর খবর পরিবেশনের মধ্য দিয়ে এলাকায় সরকারের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে এগিয়ে যাক, এই প্রত্যাশা কামনা রাখেন বক্তারা।
এছাড়াও আলোচনা সভায় এস আই এরশাদ আলী, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সহ সভাপতি, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাজা, সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাসুদ রানা লেমন, মহসিন আলী,অভিশেক চন্দ্র রায়,তাহেরুল ইসলাম, মেহেদি হাসান,খালিদ মাহমুদ সুজন,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাকারিয়া হাবিব ডন সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- প্রেসক্লাব সদস্য মাহবুব আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গনকন্ঠ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি মাহবুব আলম।
সাম্প্রতিক বাংলা-ডট
জাহাঙ্গীর আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও 









