
প্রতিনিধি রাজবাড়ী
রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে (৭কেজি ৩০০গ্রাম ওজন) ১০টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
আটকরা হলেন, পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামের মো: শুকুর শেখের ছেলে মো: সাত্তার শেখ (৩৩), বনগ্রাম এলাকার আব্দুল খালেকের ছেলে মো: নাহিদুল ইসলাম (১৯) ও কুষ্টিয়া জেলার খোকসা এলাকার আয়েন উদ্দিনের ছেলে ইউপি সদস্য মো: জহুরুল ইসলাম(৩৮)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, পাংশা মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল আসামি গ্রেপ্তার শেষে ফিরছিল এ সময় পাংশা-চাদপুর সড়কে একটি মোটর সাইকেলকে গতিরোধ করলে গাড়ি থেকে নেমে সাত্তার দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটকের পর সে স্বীকার করে, তার কাছে থাকা স্বর্ণের তিনটি বার সে ফেলে দিয়েছে আর তার সাথে থাকা নাহিদুল ইসলামের জুতার মধ্যে আরও সাতটি স্বর্ণের বার রয়েছে। তাদের ফোন চেক করে যোগাযোগের সূত্র ধরে কুষ্টিয়া জেলার খোকসা এলাকার আয়েন উদ্দিনের ছেলে ইউপি সদস্য মো: জহুরুল ইসলামকে আটক করা হয়। স্বর্ণ পাচারকারীর একটি চক্র স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য সাত কোটি টাকা।
পুলিশ সুপার আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে পাংশা থানায় সোর্পদ করা হয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট
প্রতিনিধি রাজবাড়ী 















