
সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহনপুর ত্রিমোহনী এলাকায় বিলসূর্য নদীতে মাছ ধরার উৎসবে মেতেছিল শতাধিক মানুষ।
আজ শনিবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টার সময় বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক মানুষ পলো নিয়ে মাছ ধরতে নেমেছিলেন। চাকসা এলাকা থেকে বাউত নেমে মাছ ধরা শুরু হয়। নদীর প্রায় আধা কিলোমিটার এলাকায় মাছ ধরা হয়। অনেকেই মাছ পলো চাপিয়ে মাছ পেয়েছেন। বড় পাঙ্গাসী গ্রামের প্রায় ৬৫ টি বছর বয়সী সাধু বাবাজী কেজি দেড়েক ওজনে দুটি বোয়াল মাছ পেয়েছেন।
সাম্প্রতিক বাংলা-ডট
সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 









