
প্রতিনিধি রাজবাড়ী
রাজবাড়ীতে হারিয়ে যাওয়া ৩১ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া এসব ফোন মালিকদের হাতে হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
বৃহস্পতিবার ( ৯মার্চ) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে কাজ করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। ফোনের জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফোনগুলো উদ্ধার করা হয়েছে। সেই সাথে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এই কার্যক্রম অব্যহত থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়রুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক বাংলা-ডট
প্রতিনিধি রাজবাড়ী 









