
সোহাগ খান,স্টাফ রিপোর্টার
পিরোজপুরে সূর্য তরুণ ম্যাজিক ট্রেনিং সেন্টার ও ইয়াং ম্যাজিশিয়ান সোসাইটির উদ্যোগে ‘জাদু উৎসব’ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) দিনব্যাপী পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজন করা হয় আকর্ষণীয় জাদু প্রদর্শনী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অনুষ্ঠান উদ্বোধন করেন, পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. খালিদ আবু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, ম্যাজিশিয়ান ফেডারেশনের সভাপতি এম এ রোপ, বাংলাদেশ সেনাবাহিনীর (অব:) সার্জেন্ট মো: সাহাব উদ্দিন ও এ জে আশরাফ।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন, বাংলা মিস্টার বিন খ্যাত জাদুশিল্পী রাসেদ শিকদার। এছাড়াও জাদুশিল্পী সোহেল আহমেদ, সোহাগ খান, ইসমাইল হোসেন, অলরাউন্ডার আরিফ, অহিদুল ইসলাম, সত্যজিৎ রায়, বি সরকার, মো: রাব্বি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পিরোজপুরে সূর্য তরুণ ম্যাজিক ট্রেনিং সেন্টারের সভাপতি জাদুশিল্পী জহিরুল ইসলাম(সোহেল)।
সাম্প্রতিক বাংলা-ডট
সোহাগ খান,স্টাফ রিপোর্টার 









