
শার্শার নাভারণ সাতক্ষীরা মোড়ে সাতক্ষীরা-যশোরগামী বাবলু পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে আমড়াখালী বিজিবির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাবলু পরিবহন নামে একটি বাসে করে ইয়াবার একটি বড় চালান ভারত থেকে পাচার করে দেশের অভ্যন্তরে আনা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোষ্টের সুবেদার আহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল নাভারণ মোড়ে গোপন অবস্থান নেয়। পরিবহনটি আসামাত্র বিজিবি সদস্যরা তল্লাশি করে একটি খালী সিটের নিচ থেকে ৬টি ছোট পলিথিনে মোড়ানো ৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
জব্দ করা ইয়াবার সিজার মূল্য ২২ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আহমেদ হাসান জামিল জানান, জব্দ করা ইয়াবার চালানটি ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরে এটি ধ্বংস করা হবে বলে জানান তিনি।
সাম্প্রতিক বাংলা-ডট
প্রতিনিধি বেনাপোল 















