প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৩, ১০:৫৪ পি.এম
মির্জাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুলতান, মির্জাগঞ্জ,পটুয়াখালী।।
মির্জাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. সাইয়েমা হাসানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ জলিল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জোমাদ্দার, উপজেলা যুবলীগ নেতা মাসুদ রানা জালাল জোমাদ্দার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক খান, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন, উত্তাম গোলদারসহ বিভিন্ন খামারিরা।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২৯ স্টল বসানো হয়। এতে বিভিন্ন জাতের প্রাণি নিয়ে খামারিরা অংশগ্রহণ করেন। প্রদর্শনী শেষে অনুষ্ঠানের সফল খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.