প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৩, ১০:০৬ পি.এম
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সোহেল রানা বাবু, প্রতিনিধি বাগেরহাট ।।
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্হলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) ২.৩০ মিনিটের দিকে ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাট মূলঘর চেয়ারম্যান মোড় নামক স্থানে অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় তারা নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোজাহার সরদারের ছেলে সাকিব সরদার ও মোহর আলীর ছেলে সাদিক। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।
নিহতদের লাশ পুলিশ হেফাজতে নিয়েছে এবং ঘাতক পরিবহনকে সনাক্তের চেষ্টা করছে।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.