
পুলিশের বিশেষ অভিযানে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পোর্ট থানার পুলিশ সদস্যরা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন- বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের খোকনের ছেলে সোহেল রানা (৩৪), রেলস্টেশন এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আশরাফ আলী (৩২) ও শিকড়ি গ্রামের সালাম সরদারের ছেলে রুহুল আমিন (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত এসব আসামিরা বেনাপোল পোর্ট থানার আশেপাশে এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল এসব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেপ্তারকৃতরা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট