
প্রতিনিধি বেনাপোল ।।
যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে (৪ কেজি ১০০ গ্রাম ওজন) ৩৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক দুইজন হলেন- শার্শা থানার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ব্যাকা (৩২) ও একই থানার গোপালপুর গ্রামের মৃত নুর বক্স বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান (৪৫)।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সীমান্তের রুদ্রপুর থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- ঢাকা থেকে প্রাইভেটকারে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল সীমান্ত এলাকা রুদ্রপুর অবস্থান নেয়। এ সময় একটি প্রাইভেটকারসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে প্রাইভেটকারটি রুদ্রপুর ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ইঞ্চিনের মধ্যে লুকিয়ে রাখা ৩৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।
২১ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান জানান, সীমান্তের রুদ্রপুর থেকে ৩৫টি স্বর্ণের বারসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট
প্রতিনিধি বেনাপোল 











