
শফিকুল আলম সজীব, প্রতিনিধি নেত্রকোনা ।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জি।
মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পৌর শহরের আমলাপাড়া এলাকার নিউ ইডেন ডায়াগনষ্টিক সেন্টারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জি। এই ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন চিকিৎসা সেবা প্রদান করেন ডা.এ.এস.এম তানজিরুল ইসলাম (রায়হান) ও ডা.মোহাম্মদ বিল্লাল উদ্দিন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জি বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারাবিশ্বেই এই দিনে ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে। একুশ আমাদের চেতনার উৎস। আমাদের প্রেরণার অন্তস্থল। একুশ আমাদের মানুষের পাশে দাঁড়াতে শেখায়। দেশের জন্য কাজ করতে শেখায়। সেই চেতনা থেকেই এলাকার দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এই দিনে অন্যান্য কর্মসূচির পাশাপাশি এই মেডিকেল ক্যাম্পটি করেছি। এটা প্রতিবারই করে থাকি যেন দুর্গাপুরের গরীব অসহায় মানুষগুলো কাঙ্খিত স্বাস্থ্য সেবা পায়।
সাম্প্রতিক বাংলা-ডট
শফিকুল আলম সজীব, প্রতিনিধি নেত্রকোনা ।। 









