
শহিদ শেখ, প্রতিনিধি মুন্সীগঞ্জ ।।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে জীবন উৎসর্গকারী সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মুন্সীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে জেলার সর্বস্তরের মানুষের।
বাঙালি জাতির জীবনের গৌরবোজ্জ্বল এই দিনে রাত ১২ টা ১ মিনিটে এসে, শহীদ বেদীতে একে, একে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার, মাহাফুজুর রহমান আল-মামুন, মুন্সীগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিনসহ সাংবাদিকবৃন্দরা, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব ও বীর মুক্তিযোদ্ধারাসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে ১২টা ১৮ মিনিটে সর্বসাধরণের জন্য উন্মুক্ত করা হয় শহীদ বেদী। এরপর প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার। পরে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে ঢল নামে সর্বসাধরণের।
আজ থেকে ৭১ বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা।
অনন্য এই ইতিহাসকে স্বীকৃতি দিয়ে ইউনেসকো ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বাঙালির আত্ম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিনটি সারা বিশ্বেই পালিত হয়ে আসছে।
জেলার সকল স্কুল কলেজ জুড়ে দিবসটিকে ঘিরে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতাসহ রয়েছে নানা আয়োজন। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনে পক্ষ থেকে আয়োজন রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের।
এদিকে, শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই, প্রকাশ করেন বাংলা ভাষা নিয়ে তাদের অনুভূতির কথা।
সাম্প্রতিক বাংলা-ডট
শহিদ শেখ, প্রতিনিধি মুন্সীগঞ্জ ।। 









