প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৩, ৮:২৩ পি.এম
রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধি রাজবাড়ী ।।
মহান ভাষা আন্দলনের শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে, দিবসটি উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১মিনিট বাজার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন কর্তৃক শহীদ মিনারে শ্রদ্ধানঞ্জলি অর্পনের মর্ধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। পরে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন করে রাজবাড়ী জেলা বিচার বিভাগীয় কর্মকর্তা বৃন্দ। জেলা পরিষদের পক্ষে শ্রদ্ধানঞ্জলি অর্পণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ ও কর্মচারী কর্মকর্তা বৃন্ধ। উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন চেয়ারম্যান এম দাদুল হক বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল। এসময় পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাজবাড়ী স্বাস্থ্য বিভাগের পক্ষে শ্রদ্ধানঞ্জলি অর্পন করেন সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন সহ অন্যন্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ। শ্রদ্ধা নিবেদন করে রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। তার পর থেকে সাধারন মানুষের জন্য উনমুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। পরে মধ্য রাত থেকেই শুরু হয় সাধারন মানুষের শ্রদ্ধা নিবেদন।
সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধানঞ্জলি অর্পন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন, বেসরকারী, আধাসরকারী, সায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গন।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.