
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে প্রায় এক মাস ধরে মন্দির ও মসজিদের বাথরুম সহ বিভিন্ন নোংরা স্থানে পবিত্র কোরআন শরিফ রেখে অবমাননার ঘটনায় সাব্বির (২২) নামে
এক যুবককে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় ১ মাস ধরে শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকায় বিভিন্ন মসজিদের বাথরুম ও মন্দিরে পবিত্র কোরআন শরিফ রেখে সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে আসছে একটি চক্র। এ চক্রটি প্রথম
গত ১৭ জানুয়ারী পশ্চিম বাঘড়ার একটি মসজিদের বাথরুমে পবিত্র কোরআন শরীফ ফেলে রাখে। এরপর থেকে রাস্তা, নর্দমাসহ বিভিন্ন স্থানে প্রায়ই কোরআন শরীফের ছেড়া অংশ পাওয়া যায়। এমন ঘটনা চলতে থাকে টানা ১০ দিন পর্যন্ত।
এতে মুন্সীগঞ্জ জেলার গোয়েন্দাসহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পর্যবেক্ষন করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে সাব্বির জানায়, সে ও আজ্ঞাত নামা আরো ২-৩ জন মিলে এই কদিন ধরে ধর্মীয় উস্কানি দিতে লাগাতার ভাবে কোরআন শরিফ অবমাননা করে গেছে। দিনমজুর সাব্বির বাঘড়া এলাকার আক্তার হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, আসামীকে বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ তদন্ত করে তার সাথে জড়িত অজ্ঞাতনামাদের খুঁজে বের করার চেষ্টা করছে।