প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ৮:১১ পি.এম
ক্ষেতলালে রুহুল কবীরের অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রতিনিধি ক্ষেতলাল (জয়পুরহাট) ।।
জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান রুহুল কবীর এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টার সময় সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ এর আয়োজনে ওই কলেজের আজির উদ্দিন হল রুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা।
কলেজ এর বাংলা প্রভাষক মাহমুদুল আল রাজী'র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লাহ সরকার, কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাকিম, ইংরেজী প্রভাষক আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা প্রভাষক খোরশেদ আলম, কলেজ প্রতিষ্ঠা মরহুম আলহাজ্ব আজিজুল বারী তালুকদার এর মেজো ছেলে সোবহান তালুকদার।
আলোচনা সভা শেষে সদ্য বিদায়ী প্রভাষক দেওয়ান রুহুল কবীর কে কলেজ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওই কলেজ এর শিক্ষক-কর্মচারীবৃন্দ ও কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আজিজুল বারী তালুকদার এর বড় ছেলে আব্দুস সবুর তালুকদারসহ আরো অনেকেই।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.