প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ৭:৪৬ পি.এম
৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

জাহাঙ্গীর আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও ।।
ঠাকুরগাঁওয়ে ফারিহা নামে পাচঁ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি সংস্থা কাজ করছে। সন্দেহভাজন সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলা শুখানপুকুরী ইউনিয়নে লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত ফারিহা ওই গ্রামের ফজর আলীর তৃতীয় সন্তান। আর অভিযুক্ত সফিকুল ইসলাম (২২) একই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায , সকালে শিশু কন্যাকে বাড়িতে রেখে মা-বাবা মাঠে কাজ করতে চলে যান। প্রতিবেশীদের মাধ্যমে খবর পান বাড়িতে ঠিক ৪০০ গজ দূরে এক ভুট্রা-ক্ষেত্রে মেয়ের মরদেহ পড়ে আছে। পরে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে স্বজনদের অভিযোগ সফিকুল নামে এক যুবক ফারিহাকে ধর্ষণ করে হত্যা করেছে।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনা উদঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আর সন্দেহভাজন হিসেবে সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.