প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ৭:২৫ পি.এম
বালিয়াকান্দিতে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা

প্রতিনিধি, রাজবাড়ী ।।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) সাকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান, আড়কান্দি বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো.ইলিয়াস শেখ প্রমুখ। সভায় বিভিন্ন আলেম-ওলামা ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন মাহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি। দেশে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। তাহলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে।
বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.