প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ৭:১৪ পি.এম
দুর্গাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শফিকুল আলম সজীব, প্রতিনিধি নেত্রকোনা ।।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাকুমারা এলাকার শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশে পানি জমাট গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সড়কের পাশে পানি জমাট গর্তে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের পরনে হাফপ্যান্ট ও গায়ে নীল রঙের গেঞ্জি ছিল ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘এখনো মৃত যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.