প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ৭:০৪ পি.এম
বাংলাদেশ প্রেসক্লাব রাজবাড়ী জেলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিনিধি, রাজবাড়ী।।
বাংলাদেশ প্রেসক্লাব রাজবাড়ী জেলা শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারী) রাজবাড়ী জেলার কালুখালী সোনাপুর মোড়ে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা ও কেক কাটার মধ্যে দিয়ে উদ্বোধন ঘোষনা করেন রাজবাড়ী ২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, মোঃ ইউসুফ হোসেন, জংগল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, সমাজ সেবক কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দাউদ হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু সাঈদ, মোঃ বাদশা হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকতা করা যাবে না। বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রমের পরামর্শ প্রদানের আহবান জানান। তিনি বলেন আমাদের সরকার প্রচুর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। কেউ যেখানে রাস্তা হওয়ার কোন চিন্তাও করে নাই সেখানে আমরা রাস্তা করেছি। আমরা শেখ হাসিনা সরকারের আমলে অনেক কাজ করে দেখিয়েছি তাই উন্নয়ন মুলক কর্মকান্ড অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নাই।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.