সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বৃদ্ধ ইদ্রিস আলীর শখের বসতঘর

উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামের ইদ্রিস আলীর শখের ছনের ছাউনির ঘর

সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

আগের দিনের বসতঘর। ঘরের চারটি চাল ছনের ছাউনির। আর বেড়া হলো টিনের। প্রায় ৭৩ বছর বৃদ্ধ ইদ্রিস আলী তার পছন্দের ও শখের ছনের ছাউনির ঘরটি নিজ বসতবাড়ী ভিটেতেই টিকিয়ে রেখেছেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামের কৃষক পরিবারের ইদ্রিস আলী একজন সৌখিন মনের মানুষ বলে জানা গেছে। তার নিজ বসত বাড়ীতে ছনের ছাউনির ঘরটিতে এখন আর পরিবারের কেউ বসবাস করেন না। প্রায় ৩০ বছর আগের বাশের অবকাঠামোর ছনের ছাউনির চার চালা ঘরটির বেড়া টিনের। আর মেঝে কাচা মাটির।

আজ সোমবার বিকেলে প্রতিবেদককে ইদ্রিস আলী বলেন, তার মা ছনের ছাউনির এ ঘরটিতে বসবাস করেছেন। তিনি নিজেও ঘরটিতে বসবাস করেছেন। এখন আর বসবাস করেন না। তার সন্তানেরা ঘরটিতে বসবাস করতে মানা করায় এখন ইটের গাঁথুনির পাকা বসতঘরে বসবাস করেন। এখন শখের আর পছন্দের ঘরটি তিনি মেরামত করবেন। নতুন ছনের ছাউনি দেবেন।

 

সাম্প্রতিক বাংলা-ডট

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

বৃদ্ধ ইদ্রিস আলীর শখের বসতঘর

প্রকাশের সময় : ০৬:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

আগের দিনের বসতঘর। ঘরের চারটি চাল ছনের ছাউনির। আর বেড়া হলো টিনের। প্রায় ৭৩ বছর বৃদ্ধ ইদ্রিস আলী তার পছন্দের ও শখের ছনের ছাউনির ঘরটি নিজ বসতবাড়ী ভিটেতেই টিকিয়ে রেখেছেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামের কৃষক পরিবারের ইদ্রিস আলী একজন সৌখিন মনের মানুষ বলে জানা গেছে। তার নিজ বসত বাড়ীতে ছনের ছাউনির ঘরটিতে এখন আর পরিবারের কেউ বসবাস করেন না। প্রায় ৩০ বছর আগের বাশের অবকাঠামোর ছনের ছাউনির চার চালা ঘরটির বেড়া টিনের। আর মেঝে কাচা মাটির।

আজ সোমবার বিকেলে প্রতিবেদককে ইদ্রিস আলী বলেন, তার মা ছনের ছাউনির এ ঘরটিতে বসবাস করেছেন। তিনি নিজেও ঘরটিতে বসবাস করেছেন। এখন আর বসবাস করেন না। তার সন্তানেরা ঘরটিতে বসবাস করতে মানা করায় এখন ইটের গাঁথুনির পাকা বসতঘরে বসবাস করেন। এখন শখের আর পছন্দের ঘরটি তিনি মেরামত করবেন। নতুন ছনের ছাউনি দেবেন।

 

সাম্প্রতিক বাংলা-ডট