প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৩, ৭:৪৪ পি.এম
রাজবাড়ীতে দেয়াল চাপায় যুককের মৃত্যু

প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ী জেলা শহরের মাছ বাজার এলাকায় দেয়ালের নিচে চাপা পরে বাবু সেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে মাছ বাজার এলাকায় পশু জবাই কেন্দ্রের পিছনে এ ঘটনা ঘটে।
নিহত বাবু রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার নবু সেখের ছেলে।
নিহত বাবুর প্রতিবেশি মোঃ জায়েদ হাসান খান বলেন, বাবু নেশাগ্রস্ত ব্যাক্তি বলে সবাই জানেন। এলাকায় মাঝে মধ্যে সে চুরির ঘটনা ঘটাতো। আজ রোববার সকালে বাজারের লোকজন তাকে মৃত অবস্থায় দেয়ালের নিচে দেখে পুলিশে খবর দেয়।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নির্জন ও দুর্গন্ধময় এলাকা। ওই স্থানে বাজারের গরু, খাসি জবাইয়ের পর ময়লাসহ বিভিন্ন আবর্জনা ফেলা হয় এবং রাতে মাদকসেবীদের আড্ডা বসে।
শনিবার দিবাগত রাতের কোনএকসময় বাবু ওই স্থানে গেলে নরবড়ে দেয়াল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকালে স্থানীয়রা বাবুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, বাবু মাদক সেবন করার জন্যই রাতে ওই স্থানে গিয়ে থাকতে পারেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.