
সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া (সিরাজগঞ্জ) ।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লী গ্রামের আবাদী মাঠের ফসল পরিবহণে পছন্দের বাহন হয়েছে ঘোড়ার গাড়ি। গত দিন পাচেক হলো দশটি ঘোড়ার গাড়ি উপজেলার সুজা আবাদী মাঠের সরিষা ফসল বহনে খাটছে। পাবনা ও নাটোর জেলা থেকে ঘোড়ার গাড়িগুলো এসেছে। বছরের আট মাস সিংড়ার সুজন বিভিন্ন এলাকায় ফসল পরিবহণে ঘোড়ার গাড়ি নিয়ে যান। এদিকে উপজেলার বিভিন্ন এলাকার মাঠের সরিষা ফসল পরিবহণে আরো বহু সংখ্যক ঘোড়ার গাড়ি বলে জানা গেছে ।
উল্লাপাড়া উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের বিশাল এলাকার আবাদী মাঠের সরিষা ফসল তোলা শুরু হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা ও জানা গেছে, কৃষকেরা জমি থেকে আবাদ করা সরিষা ফসল তুলছেন । কৃষকদের বাড়ীর উঠোন আঙ্গিনায় নিতে সরিষা ফসল ঘোড়ার গাড়িগুলোয় বোঝাই দেওয়া হচ্ছে। নাটোর জেলার সিংড়া উপজেলার মহিষখালী গ্রামের সুজন ও পাবনার সাথিয়া উপজেলার হেলাল উদ্দীন তাদের নিজেদের ঘোড়া গাড়ী নিয়ে দশ দিন হলো সুজা গ্রামে এসেছেন। এছাড়া জেলা দুটির আরো বিভিন্ন এলাকা থেকে আরো আটটি ঘোড়া গাড়ী নিয়ে মালিক চালকেরা সুজা এলাকায় এসেছেন। এরা সবাই মাঠ থেকে তোলা সরিষা ফসল ঘোড়ার গাড়িগুলোয় বহন করে গৃহস্থ কৃষকদের বাড়ীর উঠোন আঙ্গিনায় নিচ্ছেন। এক বিঘা জমির সরিষা ফসল বহনে আটশো টাকা নিচ্ছেন বলে জানান ।
সিংড়ার উপজেলার ঘোড়ার গাড়ি মালিক সুজন জানান, তার নিজের দুটি ঘোড়ার গাড়ি আছে। উল্লাপাড়ার সুজা এলাকায় সরিষা ও বোরো ধান ফসল বহনে তিনি ঘোড়া গাড়ী নিয়ে আসেন।
সাথিয়ার হেলাল উদ্দীন বলেন, গত কবছর হলো তিনি সুজা এলাকায় সরিষা ও বোরো ধান ফসল বহনে ঘোড়ার গাড়ি নিয়ে আসেন। এরা দুজনসহ আরো কজন ঘোড়ার গাড়ি মালিক চালকেরা জানান বছরের আট মাস বিভিন্ন এলাকায় তারা ঘোড়ার গাড়ি নিয়ে মাঠের ফসল বহনে খাটেন।
সুজা গ্রামের কৃষক উজ্জল মোল্লা বলেন, আগে মাঠ থেকে সরিষা ফসলসহ বিভিন্ন ফসল মাথায় বয়ে বাড়ীর উঠোন আঙ্গিনায় নেয়া হতো। গত কবছর হলো তাদের মাঠ হয়ে বয়ে যাওয়া পাকা সাবমার্জিবল সড়ক পথে মাঠের ফসল পরিবহণে বেশ সুবিধা ও সহজ হয়েছে। এখন বিভিন্ন এলাকা থেকে অনেকেই ঘোড়া গাড়ী নিয়ে সরিষা ফসল ও বোরো ( ইরি ) ধান কাটা মৌসুমে আসছেন। ঘোড়ার গাড়িতে ফসল বহনে সময় কম ও খরচ বেশ কম হচ্ছে। তিনি প্রায় পাচ বিঘা জমিতে সরিষা ফসলের আবাদ করেছেন। এরই মধ্যে প্রায় আড়াই বিঘা জমির তোলা সরিষা ফসল ঘোড়া গাড়ীতে বয়ে নিজের বাড়ীর উঠোন আঙ্গিনায় নিয়েছেন।
এদিকে উপজেলার উধুনিয়া ইউনিয়নের বিভিন্ন মাঠের সরিষা ফসল বহনে নাটোর , পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে ঘোড়া গাড়ী নিয়ে মালিক চালকেরা এসেছেন। এরা বিঘা চুক্তিতে মাঠ থেকে কৃষকদের বাড়ীর উঠোন আঙ্গিনায় সরিষা ফসল বয়ে দিচ্ছেন।
সাম্প্রতিক বাংলা-ডট