
সোহেল রানা বাবু, প্রতিনিধি বাগেরহাট।।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে মোংলা উপজেলার মামার ঘাট সংলগ্ন ১নং জেটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও মোংলা থানা–পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরের দিকে সড়কের পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কুকুরকে কিছু একটা টানাটানি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের মরদেহ থাকার বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পলিথিন খুলে নবজাতকের মরদেহ দেখতে পায় তারা। ধারণা করা হচ্ছে আজ সকালেই মরদেহটি ফেলে রাখা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ কুকুরকে টানাটানি করতে দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়। কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে গেছে, তা জানা যায়নি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এবং একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট
সোহেল রানা বাবু, প্রতিনিধি বাগেরহাট 









