প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৩, ৬:১৮ পি.এম
শ্রীনগরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শহিদ শেখ, প্রতিনিধি মুন্সীগঞ্জ
বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার সময় কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ্ কিসমত এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী গোপীনাথ দাস, হাজী আব্দুস সালাম, গোলাপ খান খোকন, মোঃ শ্যামল, ফয়জুল ইসলাম টারজান, বুলবুল সিদ্দিক।
আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছারুল্লাহ সুজন, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম হাওলাদার, সাধারণ সম্পাদক আতাহার হোসেন আতা, সাজেদুর রহমান ওপেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন, সহ-সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক হুমায়ুন, ছাত্রলীগের নূর নবী অন্তু, রথী প্রমুখ।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.