
শহিদ শেখ, প্রতিনিধি মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের শ্রীনগরে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হত্যার হুমকি অভিযোগ উঠেছে নুরুল বেপারী (৪৫) এর বিরুদ্ধে। এবিষয়ে গতকাল বুধবার বিকেল শ্রীনগর থানার একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
ডায়রি সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কুকুটিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ ফজল হকে একই গ্রামের মৃত কালাচান বেপারীর ছেলে নুরুল বেপারীসহ আরো দুই জন হুমকি দিয়ে বলে সে যেই মামলাটি করেছে তা এখনি তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এছাড়া তারা আরো বলে ফজল হোক সহ পরিবারের সদস্যদের জানে মেরে ফেলবে ও মামলা দিয়ে হয়রানি করবে।
ভুক্তভোগী ফজল হোক বলেন, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে আমি ও আমার স্ত্রী মিলে টুইনাবান্দা গ্রামে আমার মেয়ের বাড়িতে টাকা দেওয়ার জন্য যাচ্ছিলাম। এমন সময় পথে নুরুল বেপারী, জসিম বেপারী, জাহাঙ্গীর ব্যাপারে, আলম বেপারী, শাহ আলম বেপারী, হাসান,নিরব, কামাল বেপারী, পান্নু শেখসহ কয়েকজন মিলে আমাকেও আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে আহত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টিতে আমি আমি শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি পরবর্তীতে পুলিশ তদন্ত করে মামলা গ্রহণ করলে। পুনরায় নুরুল গতকাল রাতে আমাকে হুমকি ধামকি করে মামলা তুলে নেওয়ার জন্য বলে। নয়তো আমাকে জানে মেরে ফেলবে ও আমার পরিবারের সকলকে মামলা দিয়ে হয়রানি করবে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ডায়েরি হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক বাংলা-ডট
শহিদ শেখ, প্রতিনিধি মুন্সীগঞ্জ 









