প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৩, ৮:৩৫ পি.এম
রাজবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীতে সময় টিভির বার্তা প্রধান মুজতুবা দানিশ ও রংপুর ব্যূরো প্রধান রতন সরকার এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার করিম ইসাহাক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সুমন বিশ্বাস, প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহমেদ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আজু সিকদার প্রমূখ।
বক্তারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ সারা দেশে সকল সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.