প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৩, ৩:৪৩ পি.এম
বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজবাড়ী বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ আলী শেখ (২৫) নামে এক যুবকের আত্মহত্যা করেছে।
রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে দুর্ঘটনাটি ঘটে নিহত আলী শেখ উপজেলার জামালপুর গ্রামের শহিদুল শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ আলী দুই বিয়ে করে। যার কারনে পারিবারিক কলহের জের ধরে বাড়ির পেছনের একটি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয় তাকে নিচে নামায় ততোক্ষণে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে ওসি আসাদুজ্জামান বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.