প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৩, ৬:২৮ পি.এম
রাজবাড়ীতে ট্রাক চাপায় ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

রাজবাড়ীতে বালি বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল চালক শেখ মো.মাহফুজুর রহমান সিফাত(১৮) ও আরোহী সাকিব (১১) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাটের দয়ালনগর নতুন রাস্তা এলাকায় দূর্ঘটনাটি ঘটে। তারা দুই জন মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলো।
চন্দনী ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন সরদার বিষয়টি নিশ্চিত ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলা চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রবের ছেলে শাকিব (১১) ও ধাওয়াপাড়া ১ নং ওয়ার্ডের লোকমান শেখের ছেলে শেখ মো.মাহফুজর রহমান সিফাত(১৮)।নিহত সিফাত রাজবাড়ী সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণী ও সাকিব ধাওয়াপাড়া এলাকার চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে ঘাতক ট্রাক ও চালক কে আটক করা হয়েছে। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক বাংলা -ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.