
মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুসুমপুরে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সাহিত্য চর্চা ও বিক্রমপুরের ঐতিহ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেষজ বিজ্ঞানি সৈয়দ টিপু সুলতান। কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট এর উপদেষ্টা ড. মুহাম্মদ জমির হোসেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, কবি ফাহিম ফিরোজ, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুট এর উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, লতব্দী মাধ্যমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, শিক্ষক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবাল প্রমুখ।
সাম্প্রতিক বাংলা -ডট
শহিদ শেখ, প্রতিনিধি মুন্সীগঞ্জ 









