প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৩, ৯:৩০ এ.এম
বুড়িচংয়ে কৃষি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

আইন অমান্য করে ফসলি জমির মাটি কাটায় আব্দুল মান্নান নামের একজন কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ছামিউল ইসলাম জানান, ফসলি জমির মাটি কাটার অপরাধে একজনকে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া রেললাইন এর পাশে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অপরাধে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক বাংলা -ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.