প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৩, ৬:৩০ পি.এম
বুড়িচংয়ে যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান, নেতাকর্মীদের বিক্ষোভ

কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বুধবার (২৫জানুয়ারি) সকালে বিক্ষোভ করেছে সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীরা। কুমিল্লা মিরপুর সড়কের বুড়িচং উপজেলা সদর এলাকায় সড়কে বিক্ষোভ মিছিল করে সহস্রাধিক পদবঞ্চিত নেতাকর্মী।
নেতাকর্মীরা বলেন, উপজেলা যুবদলের বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে যাদের নাম এসেছে, তারা অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
বক্তারা আরও বলেন নেতাকর্মীদের নামে একাধিক মামলা চলমান রয়েছে, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করায় তারা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
এ সময় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা যুবদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু নাসের মাদক মাসুদ পারভেজ পদক আবু যাহের শিপু ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুণ কলেজ ছাত্রদলের সভাপতি সবুজসহ আরও অনেকে।
সাম্প্রতিক বাংলা -ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.