
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার ২৪ (জানুয়ারি) দুপুরে "দশ পেরিয়ে এগারোতে পদার্পন সবার সাথে এশিয়ান টেলিভিশন " এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দশম বর্ষপূর্তিতে অনুষ্ঠান হয়েছে । পৌর শহরের অভিজাত রেষ্টুরেন্ট ফুডপার্ক এর কনফারেনস রুমে এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল বাতেন হিরু। আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো: উজ্জল হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এশিয়ান টিভি সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক , সাংবাদিক এ আর জাহাঙ্গীর , কল্যাণ ভৌমিক , রিয়াজুল ইসলাম সবুজ , সাহারুল হক সাচ্চু , রাজু আহমেদ সাহান , সাহেব আলী , ময়নুল হোসাইন , আনিছুর রহমান লিটন, আল মাহমুদ , আমিনুল ইসলাম , আলমগীর হোসান প্রমুখ ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
সাম্প্রতিক / বি