
কুমিল্লার বুড়িচংয়ে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে রফিকুল ইসলাম ওরফে রবিউল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার ষোলনল ইউনিয়নের সোনাইসার এলাকায় বুড়িচং থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ছামিউল ইসলাম।
জানা যায়, উপজেলার সোনাইসার এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল একটি চক্র। এমন খবরের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে ফসলি জমির ক্ষতিসাধনের অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাম্প্রতিক বি/ডট
সোহাগ খান, স্টাফ রিপোর্টার 















