প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৩, ৮:০২ পি.এম
এক রাতেই গোয়ালঘর শূন্য

ঠাকুরগাঁও সদর উপজেলার ৮ নং রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে একসাথে ১০টি গবাদিপশু (গরু)চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ২৩ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এর মধ্যে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির ৩টি , তমিজউদ্দীনের ৪টি , রাসেল নামে এক ব্যক্তির ৩টি।
ভুক্তভোগী আশরাফুল ইসলাম জানান,গতকাল সোমবার আমি মাদারগঞ্জ হাট থেকে ব্যবসার জন্য দুইটি গরু নিয়ে আসি এবং একটি আমার বাসায় পালনের জন্য ছিলই আগে থেকে। আজ রাত দুইটার দিকে আমি উঠে গরুদের খাবার দি। পরে সকালে গরুদের হাটে নিয়ে যাওয়ার জন্য বার করতে গেলে দরজা খুল দেখি গরু নাই। এক রাতেই আমার গোয়ালঘর শুন্য করে দিল চোরেরা। আমার গোয়ালঘরের পিছন দিয়ে ব্যারা কেটে গরু গুলো নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে চোরদের খুঁজে বের করে শাস্তির দাবি করছি।
তমিজ উদ্দিন নামে আরেক ভুক্তভোগী আবেগাপ্লুত হয়ে বলেন, আমি প্রতিদিনের মতই গরু ঘরে গরু রাখি। গতকাল রাতেও রেখেছিলাম, আজ সকালে গরু বার করতে গেলে দেখি গরু ঘরের দরজা খোলা গরু নেই।
এ বিষয়ে সদর উপজেলার ৮ নং রহিমনপুর ইউনিয়নের চেয়ারম্যান হান্নান হান্নু জানান, একই গ্রামে ১০ টি গরু চুরি বিষয়টি দুঃখজনক। আমি খবর পাওয়া মাত্র পুলিশকে জানিয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সাম্প্রতিক বাংলা /ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.